চোখের দর্পণে দেখি-
ভেঙে যাচ্ছে বিশ্ববিধাত্রী,
মুছে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ,
গলে যাচ্ছে নীলিমার শান্তিঃ
আদিগন্ত প্রলয়ের মাঝে
জেগে থেকে শিপ্রার মুখ
দুঃখভরা শীর্ণ বুকে
ছড়ায় নীল জোস্নার সুখ।
7 thoughts on “ভালোবাসার কাব্য – আঠারো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অল্পকথায় অনেক ভাবের প্রকাশ ——–
সুন্দর কাব্য
চমৎকার অণুকাব্য।
ওয়াও! গুড জব স্যার!
সুন্দর।
ভালো লাগার মতো কবিতা।
দুঃখভরা শীর্ণ বুকে
ছড়ায় নীল জোস্নার সুখ।
* সুন্দর…