শিপ্রা, কোনদিন যদি দেখা হয়ে যায়
শপিং কমপ্লেক্সে, বাসে-ট্রেনে, বই মেলায়,
কিম্বা আশুলিয়ায় বটবৃক্ষ ছায়ায়,
সেদিন আদৌ চিনবে কি আমায়!
শিপ্রা, কোনদিন যদি দেখা হয়ে যায়
লন্ডন, টরন্টো, ক্যালিফোর্নিয়ায়,
উইন্ডসর, ওয়াটারলু কিম্বা ভার্জিনিয়ায়,
সেদিন আদৌ চিনবে কি আমায়!
শিপ্রা, কোনদিন যদি দেখা হয়ে যায়
শ্রাবণধারায় বৃষ্টির অঝর কান্নায়,
কিম্বা চৈত্রের খরতাপে আজন্ম তৃষ্ণায়
সেদিন আদৌ চিনবে কি আমায়!
/ড. মোঃ সফি উদ্দীন
শিপ্রা কাব্য পড়লাম মি. ড. মোঃ সফি উদ্দীন। আশা করবো ভালো ছিলেন। আপনাকে দেখতে পেয়ে খুশি হলাম। অবশ্য কোন সমস্যার কারণ আপনার একাউন্টে আমি পাইনি। খসড়া এবং প্রকাশ বাটন পোস্ট লিখার ঘরে উপস্থিত থাকলে আমি বিশ্বাস করি আপনার কাজে অসুবিধা হবে না। ধন্যবাদ।
চেনাজানা হোক প্রিয় কবি দা। প্রভাতের শুভেচ্ছা জানবেন।
আপনার কবিতা পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
শিপ্রা, কোনদিন যদি দেখা হয়ে যায়
শ্রাবণধারায় বৃষ্টির অঝর কান্নায়,
* চমৎকার কবিতা…