ভালোবাসার কাব্য – আটাশ

শিপ্রা,
তুমি চাইলে-
আমি পার্লামেন্ট ভেঙে দিতে পারি।
তুমি চাইলে-
আমি আবার ইলেকশন দিতে পারি।

শিপ্রা,
তুমি চাইলে-
আমি এটম বোম ধ্বংস করতে পারি।
তুমি চাইলে-
আমি সেনাবাহিনী ব্যারাকে ফেরাতে পারি।

শিপ্রা,
তুমি চাইলে-
আমি জাতিসংঘের শান্তিদূত হতে পারি।
তুমি চাইলে-
আমি বিশ্বব্যাপী সাদা পতাকা উড়াতে পারি।

/ড. মোঃ সফি উদ্দীন

3 thoughts on “ভালোবাসার কাব্য – আটাশ

  1. শিপ্রা'র জন্য সব কিছু সম্ভব। :) খুঁজে দেখলাম; আপনার একটি পোস্ট আপনি মুছে দিয়েছেন। জানিনা কেন !! :( পরিশেষ অনেক শুভেচ্ছা রাখলাম মি. সফি উদ্দীন।

  2. শিপ্রা আমাদের বিবেক হোক। মানবতার ভালোর জন্য সে ভালো সবকিছু করুক।

    ভালো লেগেছে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।