ভালোবাসার কাব্য – ত্রিশ

(উৎসর্গঃ নুসরাত ইমরোজ তিশা)

এক।
জোনাকির আলো জ্বেলে চোখে
দিবে কী স্বপ্ন কিছু বিপন্ন বিস্ময়ে,
আমার সকল স্বপ্ন বংশীর বুকে
নীরব নক্ষত্রের মত গেলে ক্ষয়ে।

দুই।
পৃথিবীর সব কলরব ফুরলে
মৃত নগরীর কোন অন্ধকার পলে,
তোমার চোখে পাবে কী ভাষা
আমার হৃদয়ের সকল অপূর্ণ আশা।

/ড. মোঃ সফি উদ্দীন

11 thoughts on “ভালোবাসার কাব্য – ত্রিশ

  1. আপনার লিখায় আমরা পাঠক উচ্ছাস আর প্রশংসাই প্রকাশ করে যাই। আপনার উত্তর আর তাৎক্ষণিক জবাব থাকলে আপনার এই প্রকাশ আরও আনন্দময় হতো। :)

  2. অনেক অনেক শুভেচ্ছা কবি দা। যার উৎসর্গে লেখা তার জন্যও আমার অভিনন্দন। :)

  3. * আপনার প্রকাশের সরলতা ভালো লাগে সবসময়।

    শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।