ধর্ম মানি না, ঈশ্বর মানি না,
শুধু তোমারেই মানি;
সকল বাঁধা দু’পায়ে ভেঙে তাই
তোমারে কাছে টানিয়া আনি।
এ পৃথিবী হারায় হারাক,
শুধু তুমি থেকো;
প্রলয়ের মাঝে মুমূর্ষু আমারে
বুকের গভীরে জড়ায়ে রেখো।
4 thoughts on “ভালোবাসার কাব্য – দশ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতাটি পড়লাম প্রিয় কবি মি. সফি। আপনার জন্য শুভ কামনা।
বড় হলে পড়তে আরো ভাল লাগতো, এটুকুতেই আগের কিছু স্মৃতি মনে পড়ে গেল।
আপনার কবিতা পড়ে মাকে খুব মনে পরছে।
সংক্ষিপ্ত এবং সোজা সাপটা