বাংলাদেশ – আট

। চলো যাই ।

যত দূর চোখ যায়
দেখি শুধু সবুজের মেলা,
মাঝখানে বইছে একটি নদী
বুকে তার ভাসছে ভেলা।
চলো যাই, ছুটে যাই
আমার ছোট্ট সোনার গাঁয়।।

ধান ক্ষেত পাশে নিয়ে
মেঠো পথ জানায় আমন্ত্রণ,
পথে সারি সারি বৃক্ষরাজি
শাখা দুলিয়ে জানায় সম্ভাষণ।
চলো যাই, ছুটে যাই
আমার ছোট্ট সোনার গাঁয়।।

হমলি বেড়ার উনুন ঘরে
গৃহস্থ-বউ বসতে দিবে পিঁড়ে;
শিউলি ফুলের সুবাস নিয়ে
কুয়াশা রাখবে তোমায় ঘিরে।
চলো যাই, ছুটে যাই
আমার ছোট্ট সোনার গাঁয়।।

জ্যোৎস্না ধোঁয়া মাঠের মাঝে
খড়ের পালায় ঘুমালে তুমি
নকশিকাঁথার আকাশ এসে
দিবে তোমার চক্ষু চুমি।
চলো যাই, ছুটে যাই
আমার ছোট্ট সোনার গাঁয়।।

/ ড. মোঃ সফি উদ্দীন

3 thoughts on “বাংলাদেশ – আট

  1. কবিতাটি অসাধারণ হয়েছে নিঃসন্দেহে। অবশ্য গীতিকাব্য বললেও অত্যুক্তি হবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতার আকার এবং দেশাত্ববোধে মুগ্ধ হলাম কবি সফি ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।