কাঠ গোলাপ ভালবাসা

কাঠ গোলাপ ভালবাসা

ভালবাসার অধিকারে দিয়েছি প্রশ্রয় –
আকাশ নীলের পশরা ছড়িয়েছে অবেলায়,
মেঘেরা কষ্ট পায় বৃথাই :
নক্ষত্রের ঠোঁটে বকুল গন্ধ
আকাশের থরেথরে মেঘ পাহাড়
অপার এক বিস্ময়!

বৃষ্টি পড়ে মনের জানালায়
মন ভিজে যায় —
বিষাদ এসে সামনে দাঁড়ায়!
শ্রাবণ রাত বৃষ্টি বেহতর কদম শয্যায়
শীতের কুয়াশা এ কোন্ খেয়ালে
হলুদ সরষের অপেক্ষা ফোঁটায় ;
প্রেম,বিরহ
দু’ই আছে জীবনে ,
মন যারে চাই তারে
পায় না কেন কেউ ?
তোমরা জানো এর উত্তর —- ?
কাঠগোলাপে গন্ধ নেই
তবু দেখতে লাগে বেশ..
কাঠ গোলাপের সাদার মায়ায় মিশে
ভালবাসা বিষাদে ঢেকেছে …..!!

10 thoughts on “কাঠ গোলাপ ভালবাসা

  1. কবিতা আর ছবি দারুণ একটি সাজুয্য খুঁজে পেলাম। সুন্দর লিখা দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. রিয়া রিয়া: সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম দি'ভাই। প্রীতিময় শুভেচ্ছা সতত । কবিতায় ছবির ক্রেডিট সম্পূর্ণ মুরুব্বী :ভাইয়ার প্রাপ‍্য। ধন্যবাদ  দি'ভাই ।

  2. ভালবাসা কি কাঠগোলাপ হয়ে গেল শেষ মেষ…. ?

    এই লাইনটি ভেঙ্গে বা ব্যাখ্যায় হয়তো লিখে দিতে পারতাম; তবে আপনিই চমৎকার লিখে দিয়েছেন। আমাদের ভালোবাসা গুলোন শেষমেষ ঐ কাঠগোলাপের সৌন্দর্যেই। :)

    1. মুরুব্বী: ভাইয়া আপনার চেতনা বোধ অনেক প্রখর ।

      ভালবাসা কি কাঠ গোলাপ হয়ে গেল শেষ মেষ …?

      হা, ভাইয়া লাইন টা ভেঙ্গে আরও সুন্দর অর্থবহ করা যেত। আপনি সে কাজটি করলে কবিতাটি নিঃসন্দেহে আরও সুন্দর ও অর্থবহ হয়ে উঠতো ।

      শেষের লাইন এটা হলে কেমন হতো ভাইয়া ,

      ( কাঠ গোলাপের সাদার মায়ায় মিশে ভালবাসা ঢেকেছে !)

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    1. সৌমিত্র চক্রবর্তী: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভ কামনা রইল কবি দাদা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

       

    1. আলমগীর সরকার লিটন: প্রীতিময় শুভেচ্ছা রইল ভাইয়া।

মন্তব্য প্রধান বন্ধ আছে।