ভালোবাসার কাব্য – তেত্রিশ

। স্বপ্ন দেখার দিনে তুমি ছিলে ।

স্বপ্ন দেখার দিনে তুমি ছিলে,
স্বপ্ন শেষের দিনেও তুমি ছিলে,
তুমি ছিলে সবসময় সবদিনে
আলো আর অন্ধকারে।

সুখ শান্তির দিনে তুমি ছিলে,
ব্যথা আর বেদনার দিনেও তুমি ছিলে,
তুমি ছিলে কাজে-অকাজে সবক্ষণে
অন্তরে আর বাহিরে।

/ড. মোঃ সফি উদ্দীন

5 thoughts on “ভালোবাসার কাব্য – তেত্রিশ

মন্তব্য প্রধান বন্ধ আছে।