দুটি কবিতা ২
রেখার কাজকারবার
………………………………………………..
দক্ষ হাতের ছোঁয়া থামিয়ে দেয় সকল ভেঙে পড়া। এই আকাশও
একদিন ভেঙে পড়তে চেয়েছিল ঠিক তোমার সামনে। তুমি মগ্ন
চাহনী দিয়ে থামিয়ে দিয়েছিলে দ্বিতীয় পতন।
.
যারা রঙ নিয়ে করে রেখার কাজ-কারবার, যোগ বিয়োগ তাদের
কাছে সঞ্চয় সমান। পূরণ-ভাগের পরিমাণ বেড়ে গেলে দৃশ্যপটে
বদলে যায় ভাজ্য-ভাজক। কমে দেনামুখী দিন।
.
আমার দেনার অংকই আমাকে দেউলিয়া করেছে। তাই কোনো
ছোঁয়াই পারেনি বদলে দিতে ভাগ্যরেখা। কোনো শাস্ত্রকথাই আর
লাগেনি কাজে। নির্ধারিত সমুদ্র ক্রমশ সেরেছে দ্বৈত হরণপর্ব।
@
সীমাবদ্ধ শূন্যতা ভেঙে
………………………………….
আজ এ কথাই থাক। আবার দেখা হবে, এই প্রত্নমন্দির ঘিরে
আমরা দেবো ফুল। ভাসাবো নদীর নিবাসে আমাদের রত্নরেণু
যারা দেখেও দেখবে না, অথবা জেনেও জানবে না এই গোপন
নৃত্যগাঁথা…….
সীমাবদ্ধ শূন্যতা ভেঙে তাদের জন্যই রেখে যাবো সবটুকু আলোর
বারতা।
#
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
অভিনন্দন কবি ইলিয়াস ভাই।
সুন্দর কবিতা।