ভালোবাসার কাব্য – সাঁইত্রিশ

যখন তুমি হাঁটো,
তোমার পায়ে থেমে যায় নদী;
যখন তুমি কাঁদো,
তোমার চোখে মেঘগুলো হয় বন্দী।
যখন তুমি নাচো,
তোমার হাতে স্বর্গ পড়ে ঢলে;
যখন তুমি ডাকো,
তোমার কণ্ঠে আকাশটা যায় গলে।
যখন তুমি হাসো,
তোমার ঠোঁটে জোনাক ছড়ায় আলো;
যখন তুমি বাসো,
তোমার বুকে পার্বতীর ব্রহ্মজ্যোতি জ্বালো।

/ড. মোঃ সফি উদ্দীন

8 thoughts on “ভালোবাসার কাব্য – সাঁইত্রিশ

  1. ধারাবাহিক কবিতাটি পড়ে চলেছি মি. ড. মোঃ সফিউদ্দীন। শুভ সন্ধ্যা এবং শুভ সকাল।

  2. চমৎকার প্রকাশ । শ্রদ্ধেয় কবিকে অজস্র ধন্যবাদ, সাথে শুভেচ্ছা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।