পাণ্ডুলিপির ভাল থাকা

পাণ্ডুলিপির ভাল থাকা

গাছের পাতা শেষ পর্যন্ত ভাল থাকে
আকাশের পাখি শেষ পর্যন্ত ভাল থাকে
নদীর মাছ শেষ পর্যন্ত ভাল থাকে

ভাল থাকে ঘাসের শিশির
কুয়াশার পাহাড়

প্রাচীন বটবৃক্ষের ডালে যে একজোড়া তক্ষক
তারাও ভাল থাকে

খেয়া নৌকার মাঝি ফিকে বিকেলে
মনখারাপের পরেও ভাল থাকে

নাজিম পোদ্দার বাজার ফিরতি পথে
মৌরলা মাছের ঝোলে ভাল থাকে

নুনু কাটার কটাই হাজম
ঝুরিতে ক্ষুরধার ক্ষুর
দিন শেষে সেও ভাল থাকে

ভাল থাকে বাগানের ফুল
ভাল থাকে ফড়িঙের পিছে
ছুটে চলা দুরন্ত শৈশব

আল বাধে শুয়ে থাকা বাছুর
নির্ভাবনায় ভাল থাকে

আজানের শব্দে দ্রুত হেঁটে চলা
ইমাম কিংবা গীর্জার সদর দরজার
বিপরীতে ক্রুশ বিদ্ধ যীশুর শিষ্য
তারাও ভাল থাকে

দিনের শেষে পাণ্ডুলিপি
সময়ে তুমিও ভাল থাকো

মুদ্রিত পাণ্ডুলিপিতে
আমিও মন্দ থাকি না

3 thoughts on “পাণ্ডুলিপির ভাল থাকা

  1. যাপিত জীবনের নস্টালজিয়ার আদলে গড়ে উঠা কথা-কাব্য সুন্দর ফুটেছে প্রিয় কবি আবু মকসুদ ভাই। দিনের শেষে পাণ্ডুলিপি এমনই না হয় থাক … বাকিটা সময়। শুভ সকাল। :)

  2. আপনার কবিতা গুলোন বেশ পঠন যোগ্য হয় কবি ভাই। অভিনন্দন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।