জীবনের জন্য পঙ্ক্তিমালা – এক

\বেদুঈন জীবন/

শিমুলের ফুল থেকে ফল,
ফল ফেটে ভ্রাম্যমাণ তুলো;
আমার যে নেই শিকড়ের বল
আমি বেদুঈন পথের ধুলো।
ঝড় উঠে, উড়ে চলে
ধুলো-বালি-মাটি;
হাওয়ায় ভাসমান এ জীবন
পেলো নাকো ঘাটি।

/ড. মোঃ সফি উদ্দীন

10 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – এক

  1. কবিতাটি পড়লাম মি. ড. মোঃ সফি উদ্দীন। আপনার জন্য শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।