\বেদুঈন জীবন/
শিমুলের ফুল থেকে ফল,
ফল ফেটে ভ্রাম্যমাণ তুলো;
আমার যে নেই শিকড়ের বল
আমি বেদুঈন পথের ধুলো।
ঝড় উঠে, উড়ে চলে
ধুলো-বালি-মাটি;
হাওয়ায় ভাসমান এ জীবন
পেলো নাকো ঘাটি।
/ড. মোঃ সফি উদ্দীন
\বেদুঈন জীবন/
শিমুলের ফুল থেকে ফল,
ফল ফেটে ভ্রাম্যমাণ তুলো;
আমার যে নেই শিকড়ের বল
আমি বেদুঈন পথের ধুলো।
ঝড় উঠে, উড়ে চলে
ধুলো-বালি-মাটি;
হাওয়ায় ভাসমান এ জীবন
পেলো নাকো ঘাটি।
/ড. মোঃ সফি উদ্দীন
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতাটি পড়লাম মি. ড. মোঃ সফি উদ্দীন। আপনার জন্য শুভ কামনা।
Thank you Murrobbi.
দারুণ কবি সফি ভাই।
Thanks Dada for your appreciation.
সুন্দর।
Thank you for your positive comment.
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
Thanks, bhalo thakben.
দারুণ গোছানো আপনার লিখা।
Anek dhonnobad.