সুখানুভূতি তোমায় খুঁজে
একলা নীরব নীরালায়;
প্রিয় তোমার বদন-কান্তি
পেরাডাইজ এর সুখ ছড়ায়।
বলি তোমায়-“চন্দ্রাবতী!
অপেক্ষাটা তোমারি জন্য;
না এলে তুমি কেন বল
মন যে আমার হয় শূন্য!”
চন্দ্র মল্লিকা ডালিয়া ফুল
ভুলাতে পারেনা বিরহী ক্ষণ;
অনুভবে তোমার আবেশ’
হারায় কেন বলো এ-মন!
হাস্নাহেনা, রজনী গন্ধা
মাতাল করা সুরভি ফুল;
বলে আমায়-“মন খারাপ নয়,
খুলরে এবার আঁখি খোল!”
দোল খেলে যায় দোলন-চাঁপা
প্রতীক্ষাতে তোমারি রই;
মানস-আকাশ মেঘে ঢাকা,
–“আমি কি সই তোমার নই!”
আজকে এই নিয়ে দুটো ছন্দ লিখা পড়লাম। অসাধারণ। অভিনন্দন মি. এইচ এম শরীফ।
আপনার প্রণোদনায় অনেক কৃতজ্ঞতা আজাদ ভাই।
অভিনন্দন আপনাকেও দাদা। ভালো থাকুন অনেক অনেক এই প্রত্যাশা
।
দোল খেলে যায় দোলন-চাঁপা
প্রতীক্ষাতে তোমারি রই;
মানস-আকাশ মেঘে ঢাকা,
–“আমি কি সই তোমার নই!”
দারুণ একটি ট্রাডিশনাল লিখা শরীফ ভাই।
নান্দনিক মন্তব্যে প্রণোদিত হলাম সৌমিত্রদা।
শুভেচ্ছা জানবেন দাদা
। ভালো থাকুন অনেক অনেক ।
সরল মনের আবেগ প্রকাশ। এমন লিখা পড়তে ক্লান্তি আসে না।
সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম সুমন ভাই। প্রেরণা দেওয়ায় কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা সাথে ভালো থাকার প্রত্যাশা করছি।
চন্দ্রাবতী'র জন্য শুভকামনা প্রিয় কবি দা।
দিস ইজ জাস্ট ইমেজিন।
শুভকামনা আপনার জন্যও প্রিয় বোন কবি রিয়াদি।
অগাধ ভালোবাসা এবং সুভেচ্ছা জানবেন বোন রিয়া। ভালো থাকুন অনেক অনেক।
ধন্যবাদ।
অনেক অনেক শুভেচ্ছা কবি শরীফ ভাই।
অসীম প্রীতি ও শুভেচ্ছা আপনার জন্যও প্রিয় কবি বোন তুবা।
ভালো আছেন তো?
মানস – আকাশ মেঘে ঢাকা,
–"আমি কি সখা তোমার নই !" চমৎকার প্রকাশ কবি।
মন্তব্যে আনন্দিত হলাম।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন কবি বোন।
-হলে তো ভালোই হয়!