প্রিয়জন

খেতে খেতে পপকর্ন,
দাদা চেপে দিলো হর্ন।
সিনেমাও হয়ে গেল শেষ,
লাগছিলো বেশ।

তারপর রেস্তোরা,
পানাহার ঘোরাফেরা।
মিললোনা সুযোগ অবশেষ,
বাড়ী যাই বেশ।

পার্কে পরের দিন,
কোলে মাথা মিনমিন।
ফিস ফিস আলাপন বাদামে,
তৃষ্ণা উঠে গেছে চরমে!

চারিদিক লোকে ঘেরা,
আচানক ঘোরা ফেরা।
সয়না যে দেরী আর সয়না,
হয়ে হয়ে সুযোগ আর হয় না!

ওইতো একটা ঝোপ,
উত্তেজনা ব্যপক।
তবে কেন অযথা দেরী আর,
সুযোগ তো আসবেনা বারবার!

লজ্জা ভেঙে গেল,
নিয়মিত শুরু হল।
ধীরে ধীরে লোপ পায় ভক্তি,
একদিন ভেঙে গেল চুক্তি।

নাকের ডগার পরে,
অন্যের হাত ধরে।
রোজ রোজ সেই করে বিচরন,
আমিও পেয়েছি খুঁজে প্রিয়জন!

12 thoughts on “প্রিয়জন

  1. সহজ সরল কথায় আপনার পদ্য গুলোন বেশ সুখপাঠ্য। শুভেচ্ছা এবং শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার অনুপ্রেরণা পেয়ে আসছি শুরু থেকেই। কৃতজ্ঞতা জানাই আর শুভকামনা জানাই প্রিয় মুরুব্বী।

  2. খুবই সুন্দর ও সাবলীল প্রকাশ ,

    ভালো লাগলো শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা জানবেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif       

    1. অনেক ধন্যবাদ মিঃ হোসাইন।

      ভালো থাকুন।

  3. হালকা হালকা কথা কাব্য পড়তে ভাল লাগে প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. প্রিয়জন খুঁজে পাবার অভিনন্দন কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।