জীবনের জন্য পঙ্ক্তিমালা – পনের

|জোনাকির আলো জ্বেলে চোখে|

এক।
বেদনা মুছে দিয়ো নাকো
আজ রাতে সকরুণ অশ্রূজলে,
শুধু দূঃখ ছুঁয়ে থাকো
হৃদয়ের গহন অতল তলে।

দুই।
আজ রাতে নিভৃতে জেগে রই
মম চিত্তে কেবলি তব কথা কই;
আজ এই ঘন কালো তমসায়
ছেড়েছি গৃহকোণ শুধু তব ভরসায়।

তিন।
জোনাকির আলো জ্বেলে চোখে
দিবে কী স্বপ্ন কিছু বিপন্ন বিস্ময়ে
আমার সকল স্বপ্ন বংশীর বুকে
নীরব নক্ষত্রের মত গেলে ক্ষয়ে।

/ ড. মোঃ সফি উদ্দীন

10 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – পনের

  1. ধন্যবাদ মি. ড. মোঃ সফি উদ্দীন। শুভ সকাল বা শুভ সন্ধ্যা। :)

  2. কবিতার ত্রি খণ্ড পড়লাম কবি সফি উদ্দীন। শুভেচ্ছা জানবেন।  

  3. অভিনন্দন কবি সফি ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. বরাবরের মতো সুন্দর প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।