|জোনাকির আলো জ্বেলে চোখে|
এক।
বেদনা মুছে দিয়ো নাকো
আজ রাতে সকরুণ অশ্রূজলে,
শুধু দূঃখ ছুঁয়ে থাকো
হৃদয়ের গহন অতল তলে।
দুই।
আজ রাতে নিভৃতে জেগে রই
মম চিত্তে কেবলি তব কথা কই;
আজ এই ঘন কালো তমসায়
ছেড়েছি গৃহকোণ শুধু তব ভরসায়।
তিন।
জোনাকির আলো জ্বেলে চোখে
দিবে কী স্বপ্ন কিছু বিপন্ন বিস্ময়ে
আমার সকল স্বপ্ন বংশীর বুকে
নীরব নক্ষত্রের মত গেলে ক্ষয়ে।
/ ড. মোঃ সফি উদ্দীন
ধন্যবাদ মি. ড. মোঃ সফি উদ্দীন। শুভ সকাল বা শুভ সন্ধ্যা।
Thanks. Have a great day.
কবিতার ত্রি খণ্ড পড়লাম কবি সফি উদ্দীন। শুভেচ্ছা জানবেন।
Best wishes to you too.
অভিনন্দন কবি সফি ভাই। ভালোবাসা।
Thank you very much.
বরাবরের মতো সুন্দর প্রিয় কবি দা।
Thanks a lot for your pleasurable contemplation.
ভালো কবিতা।
Thanks for your admiration.