নষ্ট’রা হুঁশিয়ার সাবধান

নষ্ট’রা হুঁশিয়ার সাবধান

“আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে”
এ কথা বলে আমাদের সতর্ক করে গেছেন হে কবি

এই বাংলা হবে বঙ্গবন্ধু্র স্বপ্নের সোনার বাঙলা
বিশ্ব কবি রবী নাম দিয়েছেন ” আমার সোনার বাঙলা”

আমরা কথা দিচ্ছি হে কবি
নষ্ট’রা বিনষ্ট হয়ে যাবে
নষ্টদের পথভ্রষ্ট হয়ে যাবে।

টাকার শক্তি আর ক্ষমতার শক্তি
যারা মনে করেন এতেই তাদের মুক্তি
এ দুটি অপশক্তি এখন আর কোথাও চলবে না
বাঙলার মানুষ নষ্টদের অধিকারে আর যাবে না।

বাঙালি জাতি পরীক্ষিত হয়েছে বহুবার বহু জায়গায়
নষ্টদের কাছে হেরে যাবার নয়,তারা মাথা নোয়াবার নয়,

নষ্ট’রা বিনষ্ট হয়ে যাবে
নষ্ট’রা পথভ্রষ্ট হয়ে যাবে

বাঙালিরা প্রস্তুত হচ্ছে ভেতরে ভেতরে
ক্ষোভের ক্ষিপ্রতায়
প্রবল দৃঢ়তায়
নিক্ষেপ করে দেবে নষ্টদের আস্তাকুঁড়ে।

তাই আগেই থাকতে মান-সম্মান
নষ্ট’রা হয়ে যান হুঁশিয়ার সাবধান।

5 thoughts on “নষ্ট’রা হুঁশিয়ার সাবধান

  1. 'আমরা কথা দিচ্ছি হে কবি
    নষ্ট’রা বিনষ্ট হয়ে যাবে … নষ্টদের পথভ্রষ্ট হয়ে যাবে।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. নষ্টদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে আমাদের। যতটা পারা যায়। 

  3. নষ্টদের জন্য হুঁশিয়ার সাবধান করাই শ্রেয়। শুভেচ্ছা কবি ইলহাম ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. দারুণ হয়েছে লিখাটি প্রিয় কবি ইলহাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. নষ্টদের হুঁশিয়ার এবং সাবধান থাকাই উচিত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।