জীবনের জন্য পঙ্ক্তিমালা – আঠারো

|এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা|

আর কত লবণাক্ত পিচ্ছিল পথ,
অহরহ শৈত্য প্রবাহ,
হুল ফোটানো মন্দ বাতাসঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন অস্থি মাংশ চামড়ায়
শুধু শুধু বয়সের ছাপ ফেলা?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত ছিন্ন-ছেঁড়া আকাশ,
ন্যাড়া বন,বিপন্ন বিরূপ চাঁদ,
বরফবন্দী নদী অন্ধ জানালাঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন স্বপ্নকে মেরে ফেলে-
শুধু শুধু জীবনন্মৃত বেঁচে থাকা?
এরচেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত নিরানন্দ জীবন,
বার, ক্যাসিনো, পাব,
মদের আড্ডা, যৌননৃত্য, জুয়া-
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন শুধূ শুধু
আত্মাকে কুঁড়ে কুঁড়ে খাওয়া?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত হৃদয়ে রক্ত ক্ষরণ,
কর্মহীন দিনক্ষয়, বিরূপ ভ্রূকুটি,
সূর্যের তাপদাহ, অরণ্যে রোদন-
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়;
তবে কেন শুধু শুধু
উদ্দেশ্যবিহীন পথ চলা?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।

/ ড. মোঃ সফি উদ্দীন

6 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – আঠারো

  1. কেন অস্থি মাংশ চামড়ায়
    শুধু শুধু বয়সের ছাপ ফেলা?
    এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।

    সে ই ভালো মি. ড. মোঃ সফি উদ্দীন। গুডলাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর হয়েছে কবিতাটি প্রিয় কবি। 

  3. দারুণ কবি সফি ভাই। জীবনের জন্য পঙ্ক্তিমালা থাক ভালোবাসায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ধীরে ধীরে আপনার কবিতার আ্যালবাম তৈরী হয়ে যাচ্ছে প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. ভালো লিখেছেন কবি। শুভেচ্ছা রইলো আপনার জন্য। 

  6. উদ্দেশ্যবিহীন পথ চলার চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।