জীবনের জন্য পঙ্ক্তিমালা – ছাব্বিশ

রাইফেল।
(উৎসর্গঃ ফিদেল কাস্ত্রো)

আমি নেই
এর মানে এই নয়
আমার রাইফেলটিও নেই।

সময়ের অভিজ্ঞানে
তোমাদের মধ্যে কেউ একজন
আমার রাইফেলটি
কাঁধে তুলে নিবে আবার।

আমি নেই
এর মানে এই নয়
আমার রাইফেলটিও নেই।

সময়ের প্রয়োজনে
কোন এক কমরেডের হাতে
আমার রাইফেলটি
একদিন গর্জে উঠবে দুর্নিবার।

আমার রাইফেলটি
আবার নিশ্চয় অগ্নি ঝরাবে
আরেকটি বিপ্লবের জন্যে।

/ ড. মোঃ সফি উদ্দীন

5 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – ছাব্বিশ

  1. বিনীত মস্তকে শ্রদ্ধা জানাই এই মহান আত্মার প্রতি। ধন্যবাদ কবি।

  2. আমার প্রিয় ব্যাক্তিত্ব ফিদেল কাস্ত্রো। সুখ আর সমৃদ্ধিতে বিপ্লবের অবসান হোক। 

  3. সুন্দর কবিতা প্রিয় কবি দা। শ্রদ্ধা। 

  4. ফিদেল কাস্ত্রো। ভালোবাসা ড. মোঃ সফি উদ্দীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।