জীবনের জন্য পঙতিমালা – ৪৮

।বংশীর তীরে খড়কুটোর নীড়ে।

ফেলে আসা সোনালি দিনেরা
বাজায় প্রাণে একতারা;
গাঙের কিনারে মেঠো পথ,
ধীরে চলে স্মৃতির রথ।
উদাসী দুপুরে দখিনা হাওয়ায়
এ মন আমার ভেসে যায়,
এ মন আমার ভেসে যায়রে
বংশীর তীরে খড়কুটোর নীড়ে।

ফেলে আসা প্রিয় মানুষেরা
বুকের ভিতরে দেয় নাড়া;
চার দেয়ালে আপন সংসার,
রক্তস্রোতে আবেগ বারংবার।
উদাসী দুপুরে দখিনা হাওয়ায়
এ মন আমার ভেসে যায়,
এ মন আমার ভেসে যায়রে
বংশীর তীরে খড়কুটোর নীড়ে।

ফেলে আসা জোনাকি রাতেরা
চোখের প্রাঙ্গণে দেয় পাহাড়া;
হৃদয়ে প্রথম মাটি সারাৎসার,
শৈশব ফিরে আসে আবার।
উদাসী দুপুরে দখিনা হাওয়ায়
এ মন আমার ভেসে যায়,
এ মন আমার ভেসে যায়রে
বংশীর তীরে খড়কুটোর নীড়ে।

3 thoughts on “জীবনের জন্য পঙতিমালা – ৪৮

  1. জীবনের জন্য পঙ্ক্তিমালা। কিছু পর্ব বা খণ্ড সম্ভবত আমরা মিস করেছি। শুভেচ্ছা কবি। :)

  2. উদাসী দুপুরে দখিনা হাওয়ায়
    এ মন আমার ভেসে যায়,
    এ মন আমার ভেসে যায়রে
    বংশীর তীরে খড়কুটোর নীড়ে।

    কবির উপলব্ধি ও বোধের সরল প্রকাশ আমায় মুগ্ধ করেছে। 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।