ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি করছি এবং কি রেখে যাচ্ছি

. যে যা করতে চায় তাকে সেটা করার সুযোগ দেয়া উচিৎI একটি শিশুর যেমন স্বাধীন জ্ঞান বিকাশের সুযোগ দেয়া উচিত; কিন্তু আমরা তার ব্যতিক্রম! তার একদম উল্টো করে থাকি যা একটি শিশুর স্বাধীনতাকে খর্ব করার শামিল, এটি একধরনের চরম অপরাধ স্বরূপI

আসলে আমরা কখনো নিজেদেরকে বোঝার চেষ্টা করিনি তো যে কারণে আমাদের প্রজন্মকে আমাদের বোঝার চেষ্টা করি না।

আমরা নির্ধারণ করি জন্মের আগেই আমার সন্তান কিভাবে বেড়ে উঠবেI কি হবে আর কি না হবে ইত্যাদি ইত্যাদিI আচ্ছা আমরা কি আমাদের শৈশব কে খুঁজে দেখেছি কখনো? যদি খুঁজে দেখতাম যদি পেতাম সে হারানো দিনগুলো তাহলে আজকের দিনটা ছিল শ্রেষ্ঠ দিন… আপনার সন্তানের জন্যI

আমরা কি শুধু দুধ ভাতে বড় হওয়া শিশুর ভবিষ্যৎ চাই? নাকি সে শিশুর মনে থাকতে হবে বহুমাত্রিক চিন্তার বিকাশ?নাকি জ্ঞান প্রাপ্তির আকাঙ্ক্ষা, চতুর বুদ্ধিমান ধৈর্যশীল!

আসলে আমরা তো এমন কিছুই চাইনা। আসলে আমরা আমাদের সন্তানকে বুঝতে চেষ্টা করি নাকি আমরা আমাদের নিজেদের অজান্তে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছি?

আমরা আমাদের সন্তানের আমাদের আপনজনের ভবিষ্যৎ সংগ্রহকে জন্মলগ্নের পরপরই হত্যা করি। নিজেদের মতামত তাদের মগজে ঢুকিয়ে দেয়া এসবের সাথে সাথেI

আচ্ছা আমরা কি কখনো কল্পনা করেছিলাম আমার সন্তানের কি হওয়ার কথা ছিল,,, আমরা যদি তাদেরকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতাম তাহলে সে কি হতে পারত!

না আমরা আসলে সেই সুযোগটা কখনোই দেই নাই কোন পিতা-মাতা এই না দেয়ার কারণেই আমাদের দেশে মনীষীরা জন্মগ্রহণ করে নাIবিজ্ঞানী জন্মগ্রহণ করেনা।

মুক্তচিন্তার মানুষ খুঁজে পাওয়া যায়না।সৎ নীতিবান কিম্বা বুদ্ধিমান মানুষ বেশিদূর অগ্রসর হতে পারেনা। আসলেই কি উচিত না এমন কোন কিছু যা কারো মনের বিরুদ্ধে করা হয়I

উচিত না এমন কোন কিছু যা কারো ইচ্ছার বিরুদ্ধে চলে যায়I তবে কারো যৌক্তিক সাবলীল ও স্বাভাবিক ভাবনা কে তাচ্ছিল্য করবেন নাI

মনে রাখবেন, কার সাফল্য কোথায় বিদ্যমান সেটা কেউ বলতে পারবেনা জানেও না কেউI তাই বলবো সুবুদ্ধির মধ্যে মন যা বলে সেটাই করুনI অন্যের দমিয়ে রাখা মনোভাবের দিকে গুরুত্ব দেবেন নাI

কিন্তু কারো তাচ্ছিল্য আচরণে হতাশ না হয়ে বরং সেই ইচ্ছাকে আরো প্রবল শক্তিশালী করুন গুরুত্ব দিনI জীবন আপনার মূল্যবান।

সময় ও আপনার, ইচ্ছা আপনার, শক্তি আপনার। এত দা সবকিছুই আপনারই তাই বলব আওয়াজ তুলুন,,, আপনার লক্ষ্যের দিকে ছুটতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার গন্তব্য নিকটবর্তী না হয় ততক্ষণ পর্যন্ত সকল ভাবনাবাদী মানুষের চিন্তা-ভাবনা কে পাশ কাটিয়ে এগিয়ে যান সামনের দিকে মনে রাখবেন ওখানে আপনার ভবিষ্যৎI

3 thoughts on “ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি করছি এবং কি রেখে যাচ্ছি

  1. ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু করছি অথবা কিছু রেখে যাচ্ছি কিনা এ বিষয়ে একেকজনের জন্য ভিন্ন ভিন্ন ধরণের উত্তর আসবে। সুখি জনে মিষ্টি ভবিষ্যত বাতলাবে আর দূর্জনেরা জীবনের হতাশাভরা বাণী শোনাবে। আমার জীবনে এমনটাই দেখেছি। :(

  2. সময় ও আপনার, ইচ্ছা আপনার, শক্তি আপনার। এত দা সবকিছুই আপনারই তাই বলব আওয়াজ তুলুন,,, আপনার লক্ষ্যের দিকে ছুটতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার গন্তব্য নিকটবর্তী না হয় ততক্ষণ পর্যন্ত সকল ভাবনাবাদী মানুষের চিন্তা-ভাবনা কে পাশ কাটিয়ে এগিয়ে যান সামনের দিকে মনে রাখবেন ওখানে আপনার ভবিষ্যৎ

    দারুন।

    পজেটিভ দৃষ্টিভঙ্গির লিখা আমার ভাল লাগে।

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।