লাল-সবুজ টিপ

কপালে লাল-সবুজ টিপ
লাগছে বেশ!
যেন সারা বিশ্বের বুকে
একটি বাংলাদেশ।
ঝড়ো হাওয়ায় যদি কখনো
নিভে যায় দীপ,
অশনির আলোয় অন্ধকারে
দেখি যেন ঐ টিপ।
হে নারী, উন্নত শিরে
পরো লাল-সবুজ টিপ,
আসুক যতই ফিরে ফিরে
ভিন্ন সময় ভীষণ বিপ্রতীপ।

1 thought on “লাল-সবুজ টিপ

  1. অশনির আলোয় অন্ধকারে
    দেখি যেন ঐ টিপ,
    হে নারী, উন্নত শিরে
    রেখো ধরে ঐ টিপ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।