যুদ্ধ

চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ,
নীরবে কাঁদে মৌন বুদ্ধ;
স্থলে যুদ্ধ, জলে যুদ্ধ,
শান্তির বাণী কাগজে রুদ্ধ।

আকাশে যুদ্ধ, পাতালে যুদ্ধ,
ধ্বংসের রাজ্যে আইরিন ক্ষুব্ধ;
শহরে যুদ্ধ, পাহাড়ে যুদ্ধ,
বারুদের গন্ধে যীশু ক্রুদ্ধ।

মনে যুদ্ধ, শরীরে যুদ্ধ,
প্রেম করেনা কাউকে মুগ্ধ;
মননে যুদ্ধ, নীতিতে যুদ্ধ,
নিদারুণ জ্বরে ভুগছে বিশ্বসুদ্ধ।

2 thoughts on “যুদ্ধ

  1. মনে যুদ্ধ, শরীরে যুদ্ধ,
    প্রেম করেনা কাউকে মুগ্ধ;
    মননে যুদ্ধ, নীতিতে যুদ্ধ,
    নিদারুণ জ্বরে ভুগছে বিশ্বসুদ্ধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।