নুনের চোখ

326769_183

এক বাটি নুনের চোখে নাকি
এক গলা মুক্তার স্বপ্ন- তাহলে ঝিনুকের
কষ্ট কোথায়, বুঝে না- বুঝে না- না শুধু
মাছ রান্না করা গোলমরিচের আচড়;
এ সব রঙিন বাতাসে ভাসে না
বাঁশপাতার বাঁশিতেও গান ধরে না-
কি সুখ আছে নুনের চোখ; এক বার
এক বার মধুরচাক এক নজরে দেখে না;
সেই ঝিনুক পরে থাকে বালুচরে- সোনালি
আইল পাথারে- তবু সুখে থাক নুনের চোখ।

০৫ চৈত্র ১৪২৯, ১৯ মার্চ ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “নুনের চোখ

  1. সেই ঝিনুক পরে থাকে বালুচরে- সোনালি
    আইল পাথারে- তবু সুখে থাক নুনের চোখ। 
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কবি মুরুব্বী দা
      পাঠে অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. কবি মহী দা
      পাঠে অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।