চারিদিকে শুধু কালো অন্ধকার
হৃদয়ে বাজায় করুণ হাহাকার;
কোথাও নেই টেকসই শান্তি
শুধু ক্লান্তি! শুধু ভ্রান্তি!
জীর্ণ দেহে বেদনার ধারাপাত
দু’চোখে আনে কেবলি জলপ্রপাত;
মাথার ভিতরে ঘুমন্ত ভিসুভিয়াস
জাগিবে কী মেটাতে পিয়াস!
চারিদিকে শুধু কালো অন্ধকার
হৃদয়ে বাজায় করুণ হাহাকার;
কোথাও নেই টেকসই শান্তি
শুধু ক্লান্তি! শুধু ভ্রান্তি!
জীর্ণ দেহে বেদনার ধারাপাত
দু’চোখে আনে কেবলি জলপ্রপাত;
মাথার ভিতরে ঘুমন্ত ভিসুভিয়াস
জাগিবে কী মেটাতে পিয়াস!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতা। একরাশ শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুন।