একদিন জাগিব না জেনে

একদিন জাগিব না জেনে
ঘুমায়ে পড়ি যদি,
সেদিন বহিবে কী নদী
আজো যেমন বহিতেছে
এই বাংলার প্রাণে
অমরাবতীর অমর গানে।

একদিন জাগিব না জেনে
ঘুমায়ে পড়ি যদি,
সেদিন ডাকিবে কী কোকিল
আজো যেমন ডাকিতেছে
এই বাংলার প্রাণে
কংকাবতীর ঘুঙুরের তানে।

একদিন জাগিব না জেনে
ঘুমায়ে পড়ি যদি,
সেদিন ঝরিবে কী শিশির
আজো যেমন ঝরিতেছে
এই বাংলার প্রাণে
বেহুলার হৃদয়ের টানে।

2 thoughts on “একদিন জাগিব না জেনে

  1. কবিতার অন্তঃমিল আমাকে মুগ্ধ করেছে প্রিয় কবি। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।