am

রঙিন আমে মধুর স্বপ্ন

am

রাত তখন গভীর,
কিচির মিচির ঝিঁঝিঁর
টুপটুপ শব্দ পাঁকা আমে,
প্রদীপ হাতে ছুটল দু’জন দেখে ডানে বামে।

চুপ চুপ… আলতো পায়ে
কুড়িয়েছি চারেক,
পাশের বাড়ীর টিনের চালায়
পড়ল বুঝি আরেক।

চল, এগিয়ে,
না দেখে ফেলবে, করবে তাড়া দিবে গালাগাল,
ভিতুর ডিম, এই বুঝি তোর হাল?
আমার পিছু ধর
একটা দু’টো, ওমা কত্তগুলো!
চুপ, চুপ কর।

চল ভয় করছে, পাতা নড়ছে,
মা খুঁজবে, তখন বুঝবে।
নিঝুম রাত ভরেছে দুই হাত।
ফিরব ঘরে, দ্রুত পায়ে মৃদু শব্দ করে।

কে যেন ডাকছে পাছে, মনে হয় নাম ধরে,
না না কেউ দেখেনি, চিনবে কেমন করে।
হাঁটতে হবে অন্য পথে নিজের ঘর ফেলে,
ভ্রান্ত ভাববে, হয়তো কোন অন্য পাড়ার ছেলে।

আলোটুকু নিভিয়ে শেষে,
ফেরা হলো ঘরে নিমিষে।
ঘরের মেঝে
বুক কাঁপছে দুরুদুরু নিরাপদে আসি,
চোখে ঝিলিক, ওমা এত্তগুলো!
তাকিয়ে হাঁসছে দিব্যি মনে, বিজয়ের হাঁসি।

এখনই খাব
না না দিন সকালে,
গাছের ফলে এখনও বদ নজর আছে।

ঘুম ভেঙ্গে যায়
এ যে শৈশব,
দুরন্তপনা শরীর জ্বলছে, ভাসছে চোখে স্মৃতির আনাগোনা।

আজ ভাইটি অনেক বড়
বোনটি প্রায় বুড়ো
দু’জনের দুই জগতে বাসা,
গভীর রাতে উৎলে উঠা দরদ-ভালবাসা।

@’গহীনে শব্দ’ কাব্যগ্রন্থ থেকে নেয়া@

মোঃ সুমন মিয়া সম্পর্কে

মো: সুমন মিয়া ১৯৮৮ সালের ১২ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা থানার শুহিলপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: মৃত মকবুল হোসেন, মাতা: আনোয়ারা বেগম। ইংরেজী সাহিত্যে স্নাতক , ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। ২০১৬ সালে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন এবং ‘চান্দিনা দর্পণ‘ নামক বাৎসরিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেন। তার লেখা ‘হিমালয় কন্যার দর্শনে’ ও ‘অতিথি বেশে পূণ্যভূমি চায়ের দেশে’ ভ্রমন কাহিনী বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকায় ভ্রমন কাহিনী, লাইফ স্টাইল, ফিচার, ছোট গল্প এবং কবিতা প্রকাশিত হয়। ‘গহীনে শব্দ’ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ এবং কয়েকটি উপন্যাস প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে।

6 thoughts on “রঙিন আমে মধুর স্বপ্ন

  1. অতুলনীয় ভাবপ্রকাশ ,
    অনবদ্য সৃজনী, একরাশ মুগ্ধতা।

  2. চমৎকার লিখা। অভিনন্দন কবি মোঃ সুমন মিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. স্মৃতি চারণে অতি সুন্দর কবিতা!

    মুগ্ধতা ও শুভ কামনা রইল সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।