বাবার শূন্যস্থান মর্মে বাজে

012

মা, কোথায় আছে বাবা?

সেই যে কবে মাথায় হাত রেখে বলেছিল
ভাল থাকিস বাপ, মাকে কাঁদাস নে।
আমি কি একবারও তোমাকে কাঁদিয়েছি? বল মা।

তুমিইতো দেখি গোপনে কাঁদ;
আমাকে দেখে লুকানোর চেষ্টা কর,
আমার কি দোষ বল?

কত দিন হলো বাবা নেই, ঘরটা খালি,
এখনও আসে না কেন?
আমাদের ছেড়েতো কখনও কোথাও যায় না,
এত দিন দূরে থাকে না।

তুমি বল বাবা উপরে চলে গেছে,
তাঁরার দেশে, দূর-বহুদুরে;
আমি দেখলাম সবাই নিয়ে ঘুম পাড়িয়েছে;
পাশের জঙ্গলে।

দিনে কত বার খবর নিতো,
বলতো, এটা করিসনে, ওটা ধরিস নে
ওখানে যাসনে, আজ তো কেউ বলে না।

আব্বু চলে যাওয়ার পর
কেউ আর আগের মত ডাকে না,
আদর করে না, কেন মা?

এই যে আবার তুমি কেঁদে উঠলে!
আর বলব না মা, আর বলব না,
তোমার মনে দুঃখ দিব না।

@’গহীনে শব্দ’ কাব্যগ্রন্থ থেকে নেয়া@

মোঃ সুমন মিয়া সম্পর্কে

মো: সুমন মিয়া ১৯৮৮ সালের ১২ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা থানার শুহিলপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: মৃত মকবুল হোসেন, মাতা: আনোয়ারা বেগম। ইংরেজী সাহিত্যে স্নাতক , ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। ২০১৬ সালে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন এবং ‘চান্দিনা দর্পণ‘ নামক বাৎসরিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেন। তার লেখা ‘হিমালয় কন্যার দর্শনে’ ও ‘অতিথি বেশে পূণ্যভূমি চায়ের দেশে’ ভ্রমন কাহিনী বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকায় ভ্রমন কাহিনী, লাইফ স্টাইল, ফিচার, ছোট গল্প এবং কবিতা প্রকাশিত হয়। ‘গহীনে শব্দ’ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ এবং কয়েকটি উপন্যাস প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে।

6 thoughts on “বাবার শূন্যস্থান মর্মে বাজে

  1. বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা ভাল থাকবেন——

  2. দিনে কত বার খবর নিতো,
    বলতো, এটা করিসনে, ওটা ধরিস নে
    ওখানে যাসনে, আজ তো কেউ বলে না। :(

  3. সিক্ত হলাম!

    বাবাহীন দুনিয়াটা বড়ই কঠিন!

    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।