Untitled-1

অস্তিত্ব সংকটে মানব জাতি

Untitled-1

একটি জীবনের গোড়াপত্তন অবাধ মেলামেশায়,
জন্মের প্রথম প্রহর ডাস্টবিন, ফুটপাতে
রাস্তায় পড়ে থাকা শিশুর অবয়ব,
বিবেকহীন নর-নারীর অপরিপক্ক নেশায়।

ফেলে রেখে মা উধাও, বাপ লাপাত্তা জন্মের আগেই,
পরকীয়া, লিভ টুগেদার, কন্ট্রাক্ট ম্যারেজ, মেতে থাকা বারবনিতা পেশায়।

সংসারে অশান্তির দাবানল, নিত্য কোলাহল
জীবন হয়ে উঠে উশৃঙ্খল।

স্বপ্ন বোনা শুরু হয় শুধু টাকা; অর্থ সম্পদের মোহে,
খ্যাতি অর্জনের অসুস্থ প্রতিযোগিতা,
ক্ষমতার লোভ, প্রতিহিংসা, ক্ষোভ, অসাধুতা ।

মানুষের অবমূল্যায়ন, লোক চক্ষুর অন্তরাল দৃষ্টি
অহমিকা, কাঁদা ছোড়াছুড়ি, মিথ্যা, গীবত-পরচর্চা,
লোক ঠকানো, বানোয়াট, অপমান অপদস্ত, অশালীন অপসংস্কৃতির চর্চা
নীতিবোধ হারিয়ে হয়ে উঠে হায়েনা,
সত্য মিথ্যার মাপকাঠি যাচে না।

মানুষের জীবন, সম্পদ, সম্মান হয়ে উঠে চক্ষুশূল
মূল্যবোধের চর্চা অতি সামান্য তথাপি করিয়া ভুল।
ভালো মানুষ বনে যায় নির্বোধ, চাটুকারের জয়
ধর্ম, বর্ণ, ধনী গরীব, সবল দুর্বল বিপরীত মেরুতে রয়।
মন্দের সাথে হয়ে উঠে জ্ঞাতি, অস্থিত্ব সংকটে মানব জাতি।

বাজ পড়ে মানুষ মরে, এক্সিডেন্ট, আগুনে পুড়ে, পানিতে ডুবে, বন্যা জলোচ্ছাস
মানুষে মানুষ খুন, আত্মহত্যা, স্ট্রোক, অপমৃত্যু, গুম,
বাতাসে ভাসে লাশের গন্ধ, ডোবা নালায় বস্তা বন্দি,
মহামারীতে মানুষের মৃত্যুর ঢল, মৃত্যুর হিসাব উঠছে ওয়াল্ডো মিটারে
ভাসছে জলে, স্থলে, অন্তরিক্ষে, জ্বলছে চিতায়,
ভাবুকদের ভাঁজ পড়েছে কপালে, ঘামছে চিন্তায়।

ভারি হয়ে গেছে বিষাক্ত বাতাস, বাক্সে বন্দি হয়েছে বিবেক,
শক্ত হয়ে গেছে হৃদয় নামক বস্তুটি, শুকিয়ে গেছে চোখের জল।
মনুষ্যত্বের ক্ষয়, যতটুকু আছে অবশিষ্ট শুধু ধোঁকা আর অভিনয়।

@গহীনে শব্দ কাব্যগ্রন্থ থেকে নেয়া@

মোঃ সুমন মিয়া সম্পর্কে

মো: সুমন মিয়া ১৯৮৮ সালের ১২ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা থানার শুহিলপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: মৃত মকবুল হোসেন, মাতা: আনোয়ারা বেগম। ইংরেজী সাহিত্যে স্নাতক , ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। ২০১৬ সালে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন এবং ‘চান্দিনা দর্পণ‘ নামক বাৎসরিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেন। তার লেখা ‘হিমালয় কন্যার দর্শনে’ ও ‘অতিথি বেশে পূণ্যভূমি চায়ের দেশে’ ভ্রমন কাহিনী বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকায় ভ্রমন কাহিনী, লাইফ স্টাইল, ফিচার, ছোট গল্প এবং কবিতা প্রকাশিত হয়। ‘গহীনে শব্দ’ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ এবং কয়েকটি উপন্যাস প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে।

2 thoughts on “অস্তিত্ব সংকটে মানব জাতি

  1. বাক্সে বন্দি হয়েছে বিবেক,
    শক্ত হয়ে গেছে হৃদয় নামক বস্তুটি, শুকিয়ে গেছে চোখের জল।
    মনুষ্যত্বের ক্ষয়, যতটুকু আছে অবশিষ্ট শুধু ধোঁকা আর অভিনয়।
    ___ সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।