হলুদ পাখী

12036972_1472868689687064_3592670653852961926_n
অামার ভালোবাসার মৃতলাশ
কাফনে মোড়ায়ে কফিনে ভরে
দাফন করেছি বুকের কবরে!
অাত্মা পাঁজরে বন্ধী করে
চলাচল করেছি এ ভূগোলে ~
কোথাও কারও পাইনি দেখা
কেও বলেনি অাহারে…
মনপাখী বড়ো উড়োল স্বভাব তার
ওড়ে-ওড়ে. ঘুরে-ঘুরে বেড়ায়
দেখার স্বাদ মিটেনা তার..!
অনিয়মের নিয়ম ভাঙার গান গেয়ে
হলুদিয়া পাখী~ওড়ে যায় দূরে বহুদূরে
ছয় রিপুর কাওকে নিয়ন্ত্রন
করতে না পেরে হয়েছি ভ্রষ্টাচার…!
হলুদ পাখী~
বিশ্বাস করো মানুষ হতে
চেয়েছিলাম
হতে পেরেছি কি না তা জানিনা…
টাংঙ্গাইল কবি দেলোয়া হোসেন বাবন ভাই,এর কবিতাটি ।আমার অত্যন্ত একজন প্রিয়কবি।

3 thoughts on “হলুদ পাখী

  1. হলুদ পাখির প্রচ্ছদ দেখে মনটা ভালো হয়ে গেলো।
    পাশাপাশি লিখাটিকে বোনাস হিসে ধরে নিলাম কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. হলুদ পাখী~
    বিশ্বাস করো মানুষ হতে
    চেয়েছিলাম
    হতে পেরেছি কি না তা জানিনা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।