বসন্ত শিহরন

ফাগুনি হাওয়ার বইছে জোয়ার রং ছড়ালো বনে যে।
মহুয়া বনের মাতাল হাওয়ায় সুখসারিরা গাইছে যে।
দিকে দিকে পড়লো সাড়া কিশোলয়ের প্রাণে যে।
ফুলে ফুলে সাজালো বাসর শিহরনে দুলছে যে।
কোকিলেরা কুহুতানে ডালে ডালে মাতলো যে।
আনমনে দোলে হিয়া প্রেমের কুঁড়ি ফুটলো যে।
ভ্রমর উড়ে কুঁড়ির বুকে আশার আলো জ্বাললো যে।
শিমুল,পলাশের রাঙা হাসি ছড়ালো আলোর বন্যা যে।
আনচান ফাগুনে চকিত চরণে ভীড় করেছে অলি যে।
চনমনে কাননে সজনী যোগে বাসন্তিকা দে দোল যে।
ভালবাসার দোসর হয়ে বসন্ত মেলার শোভা যে।
উদাসী মন প্রেয়সী খোজে রাধা প্রেমে কৃষ্ণ যে।

6 thoughts on “বসন্ত শিহরন

  1. ভালবাসার দোসর হয়ে বসন্ত মেলার শোভা যে।
    উদাসী মন প্রেয়সী খোজে রাধা প্রেমে কৃষ্ণ যে।

    ফাল্গুনী ও ভালবাসার শুভেচ্ছা রইল

মন্তব্য প্রধান বন্ধ আছে।