ভালবাসা

ভালবাসা এক তার হীন ঝংকার
হৃদয়ের তন্ত্রিতে।
ভালবাসা রেডসেলের অক্সিজেন
প্রবাহমান ধমনীতে।
ভালবাসা দক্ষিনা বাতাস
বাতায়ন খুলে রাখে।
ভালবাসা সুরোভিত গোলাপ
কাছে পেতে ইচ্ছা করে।
ভালবাসা অজেয় কে জয় করার
এক বুক আশ্বাস।
ভালবাসা দ্বিগ্বীজয়ীর
উদ্দাম উচ্ছাস।
ভালবাসা সাগর পাড়ের
উন্মুক্ত প্রান্তর।
ভালবাসা ছড়িয়ে যায়
পাহাড় নদী গিরী কান্তার।
ভালবাসা পুবালী বাতাস
উড়িয়ে নিয়ে যায় তেপান্তরে
ভালবাসা মানেনা জাত
মন ছুটে যায় দেশান্তরে।
********
ভালবাসা কখনো নীল
ধরায় নীল নেশা।
ভালবাসা কখনো হতাশায় ঘিরে
হারায় পথের দিশা।
ভালবাসা কখনো রক্ত গোলাপ
কাঁটা বিধেঁ রক্ত ঝরায়
ভালবাসা উত্তরী হাওয়া
হাড়ে কাঁপন ধরায়।
ভালবাসা কেড়ে নেয় সুপ্তি
অনিদ্রার আক্রমন।
ভালবাসা বিষন্নতায় ঘিরে
মনোবিকারের আগ্রাসন ।
ভালবাসা কখনো কেড়ে নেয়
কপালের ফুল চন্দন।
ভালবাসা কখনো অকালেই কেড়ে নেয়
বাহাত্তরি স্পন্দন।

6 thoughts on “ভালবাসা

  1. দীর্ঘ একটা সময়ের পরে আপনার নিয়মিত উপস্থিতি আমাদের ভালো লাগেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সালাম, ঠিক তাই ,শব্দনীড়ের সাথেই বেঁধেছি প্রাণ ,
      এর সাথেই যাওয়া আসা।
      কৃতজ্ঞতা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সালাম দাদা ,আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো

      ধন্যবাদ, নীড়ে সদাই স্বাগতhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।