আরবের কালো মানিক, গরিবের ঘরে সুন্দরী বউ
উড়ে এসে জুড়ে বসেছে সাদারা,পিছনে রয়েছে ইহুদি ফেউ।
কারণে অকারণে খুনসুটি করে, জড়িয়ে নানা ছলনায়
বলার আগেই সন্ত্রাসের তোহমত, তোলে নানা বাহানায়।
মরুর বুকের তরল সোনা, যে করেই হোক পাওয়া চাই
আপসে হলে ভাল, না হলে B-52 দিয়ে কার্পেট বোনা চাই।
যুদ্ধবাজরা রক্তের নেশায়, হিতাহিত জ্ঞান লুপ্ত
মরিয়া হয়ে নিরীহ জনগন, নিধনে হয়েছে লিপ্ত।
মোল্লা, সাহেবের দর কষাকষিতে, বিশ্বে এল কাল মেঘ ঘনিয়ে
টাই পাগড়ির দড়ি টানা টানিতে,বিশ্ব উঠেছে হাঁপিয়ে।
টানা টানিতে খুলে পড়ে(পাগড়ির) প্যাঁচ, বন্দি হয় সব মার প্যাঁচে
টাইয়ের নট আরও আঁট হয়, আরও যায় ফেঁসে।
মোল্লার হাতে আছে বড় জোর ছোরা,মিস্টারের হাতে ছররা
বোমা ফেলে মিস্টার মারে শত শত, মোল্লা মারে সেথায় দোররা।
আসম যুদ্ধ’র বহু খেসারত, গুনতে হয়েছে মানবে
এত হিংস্রতা কষ্মিনকালে, যায়নি শোনাও পাষবে।
ধর্মের নামে পুরোহিতরা,যুগে যুগে চালিয়েছে হত্যাযজ্ঞ
ক্ষমতার লোভে শক্তিধররা, দেশে দেশে চালায় ধংসযজ্ঞ।
মুক্তির বানী আর পেশীর শক্তি,কভু এক কথা নয়।
শান্তির দূত নিয়ে আসে পয়গাম, না হলে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়।
বিনা অস্ত্রই নমরুদ, ফেরাউন, শাদ্দাদ হয়েছে ধুলিসাৎ
চাঁদ, সুরুজ আজও জেগে আছে আল্লাহর হুকুমে তাবৎ।
6 thoughts on “শক্তি না শান্তি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর।
ধন্যবাদ
খুবই ভাল বক্তব্য আর ছন্দ। কিন্তু একটি বিষয় আমার কাছে খটকা লেগেছে তা হলো প্রতি লইন শেষে দাড়ি। এটা ঠিক কেন করেছেন বুঝিনি। প্যারা প্যারা আলাদা করে লিখলে আমার মতে লেখাটি দারুন হতো।
সালাম,আমি এখানেই ধরা খাই বিশ্লেষণে আমি নেহাতই কাঁচা। এখানে বক্তব্য একটি, প্যারা কোথায় শুরু হবে কোথায় শেষ, ধরতে পারিনি। দাড়ি নিয়ে বলব, যা বলতে চেয়েছি ঘটনার বিবরণে লাইনের বক্তব্য লাইনে স্পষ্ট হয়েছে মনে হয়েছেে….
আপনি আপনার গভীরতা দিয়ে পযবক্ষন সে জন্য কৃতজ্ঞ
শুভ কামনা সব সময়
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। সালাম জানবেন আপা।
সালাম,শুভ কামনা দাদা