দূর্বার বসন্ত

রোদ্রোচ্ছটা ঝলসে দিলো
শিশির ভেজা দূর্বা ঘাসের বুকে।
বসন্ত বাতাস ছুঁয়ে গেলো তরু লতা
দোলা দিয়ে গেলো সুখে।
স্বাগত জানায় পাখ পাখালী
সুমধুর তানে।
ফুলে ফুলে সাজালো তোরণ
তারই আগমনে।
রঙ্গিন প্রজাপতি করছে পরখ
ফুলে ফুলে উড়ে।
চুমু দিয়ে বলছে কলিকে
থেকো সুবাস ভরে।
তাই দেখে দূর্বা ঘাসের
বড়ই অভিমান।
ফুল নেই বলে দলছো পায়ে
নেইকো আমার মান।
বসছে সবাই আমার বুকে
রেখেছি গালিচা পেতে।
ভালো বাসা তো সবার তরে
শোন আজ কান পেতে।
ঘূর্নি বাতাসে দুললো দূর্বা
বসন্ত মাতাল।
সজীবের উল্লাস দিক দিকে
ভালবাসা উত্তাল।

6 thoughts on “দূর্বার বসন্ত

  1. প্রথমেই অভিনন্দন যে, আজকের লিখাটি বেশ পরিপাটি করে সাজিয়েছেন।
    বসন্ত দিনের শুভেচ্ছা এবং সালাম জানবেন আপা। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।