সোনালী আবিরে মায়াময় প্রভা,
পূর্ব দিগন্তে বিচ্ছুরিত আলোকের শোভা।
কল কাকলিতে মুখরিত বন বনানী,
দিনের আলিঙ্গনে জেগে উঠেছে ধরণী।
গাছ গাছালী,পাখ পাখালী,করছে সূধা পান উর্ধ পানে চাহি,
সোনা ঝরা রোদে ব্যস্ত সবাই নিরন্তন চলছে অবগাহি।
সোনালী বরণ আগুনের গোলা তেতে উঠে দুপুরে,
সাগর,নদীর পানি হালকা হয়ে জমে মেঘের আকারে।
চক্রাকারে নিজের ফাঁদে আটকে পড়ে রবি,
মুখোশ খুলে যায় বর্ষণে শীতল বারী।
হালকা মেঘে ম্যাজিকের মত রংধনু হয়ে,
ভেসে উঠে সূর্য্যর প্রতিচ্ছবি হয়ে।
শক্তিধর সূর্য্য সেও ম্রিয়মান হয়,
চাঁদ এসে যখন তার পথে বাধা হয়।
সৌর পরিবারকে অবিরাম আবর্তনে ব্যাস্ত রেখে,
বিকেলের নিস্তেজ অরুণ অস্তাচলে ঢাকে।
6 thoughts on “প্রভাকর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রভাকরকে সত্যই দারুণ সাজিয়েছেন আপা। ভালো লাগলো পড়তে।
অনেক অনেক ভালো এবং সুস্থ্য থাকুন। শুভ সকাল।
সালাম দাদা, অনেক আগের,
নীড়ের ছায়ায় ঠাঁঁই নেয়ার চেষ্টা
কৃতজ্ঞতা ,শুভকামনা
ভাল।
আমারও ভাল লাগলো দাদা
শুভকামনা অনাবিল
চমতকার আপা। প্রভাকরের বিস্তার সুন্দর করে সাজিয়েছেন।
ধন্যবাদ দাদা

শুভেচ্ছা সতত