পৃথিবীর থ্রী ডি

পৃথিবীর গভীর আলিঙ্গনে, পাহাড় দাঁড়িয়ে শীর উঁচু করাা
পরতে পরতে সাজানো ‍য‍তনে নানা উপাদানে ভরা।
থাকে পানির প্রস্রবন ধরাকে করতে শিক্ত,
থাকে আগ্নেয়গীরি অগ্নুৎপাত লাভা করতে অরন্য রিক্ত।
থাকে গ্যাস পেট্রোল থাকে সোনা দানা,
থাকে কয়লা, হিরা, থাকে জেম, কত কিছ‍ু অজানা।
পাহাড়ের খবর দেয় মুসিক সুড়ুঙ্গতে আনা গোনা,
পেরেকের রূপে পৃথিবীর বুকে পোতা এন্টেনা।

পৃথিবীর বুক চিরে সমুদ্র শুয়ে নীল চাদরে ঢেকে,
মোবাইল ডিজাইন চাদরে হরদম নকশা আঁকে।
বিচরন করে মাছ, হাঙ্গর, তিমি আবাস জলজ প্রানীর,
তলায় জন্মে জলজ উদ্ভিদ শৈবাল, ঘেরা মজবুত প্রবাল প্রাচীর।
মানুষেরা শুষে নিচ্ছে তেল-গ্যাস অতুল সম্পদ,
ছেড়ে দিচ্ছে বিষাক্ত বর্জ্য বিনাশে জলজ সম্পদ।
রাতের আলোতে বাহারি চাদর ঝলমল করে,
স্বর্গীয় রূপালী অপ্সরীরা ডিসপ্লে শো করে।

পৃথিবীর কো‍লে রূক্ষ মেজাজে ছড়িয়ে মরূভূমি,
উদয়‍াস্ত সূর্য গভীর মমতায় দিয়ে যায় চুমি।
মায়া মরিচিকা কুহেলিকা যতো বদনাম,
তার মাঝে আছে খর্জুর বৃক্ষ আছে মরুদ্যান।
আছে ‘উট’ মরূ-জাহাজ পথ হারাকে বইতে,
আছে ‘ভেক’ সচ্ছ সলিলে পথ হারার তেষ্টা মেটাতে।
মরূর বুকে আছে তেল-গ্যাস আছে সোনার খনি,
তপ্ত মরূতেই নাজিল হয়েছে পৃথিবী রহস্যের বানী।

4 thoughts on “পৃথিবীর থ্রী ডি

    1. সালাম ,শুভসকাল দাদা
      দাদার উৎসাহে ধন্য হয়ে রইলামhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. দিনের যাত্রা আপনার লিখা দিয়ে। শুভ সকাল এবং শুভ দিন আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. এটা ঠিক হল কি?
      আমি চাই একজন কুশিলবের লেখা দিয়েই শুরু হোক
      মধ্যমাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।