ফুটবলে আমাদের সেরা দুই দল
পয়েন্ট তালিকায় থাকে শীর্ষে সমুজ্জল।
আবাহনী মোহামেডান
হয় রানার্স আপ নয় চ্যাম্পিয়ন।
কেউ খাটো নয়
খেলাতে তো থাকবেই জয় পরাজয়।
মুক্তিযোদ্ধা ফকিরের পুল
দ্রুত অগ্রগতি হচ্ছে, নেই তাতে ভুল।
সেমি ফাইনালে উঠেছে এবার
আকর্ষনীয় খেলা খেলে, দৃষ্টি কেড়েছে সবার।
ওয়ান্ডারার্স ব্রাদার্স
খেলায় নেই তেমন উচ্ছাস।
নিতে পারেনি দলের দায়
কোয়ার্টার ফাইনালের আগেই নিতে হয়েছে বিদায়।
রহমতগঞ্জ ফরাসগঞ্জ শুধুই গুঞ্জন শুনি
কখনো পায়নি লীগ শীরোপা,কল্পনার জাল বুনি।
গোপীবাগ আরামবাগ কুসুম বাগেই আছে
কলিই রয়ে গেছে, ফুল হয়ে ফোটেনি লীগের গাছে।
অন্যান্য দলগুলি এখনো অর্বাচীন
পয়েন্ট তালিকায় সবার নিম্নে,দলের চেহারা মলিন।
বি, কে, এস, পির বের হচ্ছে তরুণ খেলোয়াড়
দেখা যাক কতখানি সন্মান করতে পারে যোগাড়।
দলের জন্য চাই ব্যাক্তি স্বার্থ বাদ দিয়ে উদ্জীবিত হয়ে খেলা
দেশের জন্য চাই সফলতার স্বাক্ষর রেখে দেশের পতাকা শীর্ষে তোলা।
দলের জন্য চাই ব্যাক্তি স্বার্থ বাদ দিয়ে উদ্জীবিত হয়ে খেলা

দেশের জন্য চাই সফলতার স্বাক্ষর রেখে দেশের পতাকা শীর্ষে তোলা।
সত্যি যেন রাজ্য জয়ের আনন্দ, দারুন অনুভুতি..
আমাদের খেলোয়াড়দের জন্য শুভকামনা
সেই সাথে আপনার প্রতিও
আজও মনে পড়ে সেই লীগ শিরোপার লড়াই আর সমর্থকদের উন্মাদনা। দেশের ফুটবল আজ কেবলই স্মৃতি। রাতারাতি ফুরিয়ে গেলো সব। ফিরে আসুক ঐতিহ্য।
কেমন যেন ঝিমিয়েে পড়েছে,
ফিরে আসুক আগের মহিমায়
(এর আবেদন ছোট বড় সবার কাছে দারুন উপভোগ্য)
শুভকামনা
আপার লেখা বেশ চমতকার। অনেকদিনের কথা মনে পড়ে গেল।
আপনার নিশ্চয়ই ৭০ পরবতি ফুটবল যুগের কথা মনে পড়েছে ,সোনালী যুগ ছিল।ধারাভাষ্য শোনা নেশার মত ছিল ,অনেকে তো পাশের টেবিল চেয়ার ফেলে দিত….
সে কি উত্তজনা …
শুভ কামনা
শুভহোকআপনার।
দেশে রাজনীতিতেও দুই দলের পাল্টাপাল্টি দেখা যেত যেমন দেখা যেত ফুটবলে। সেই সব হাসি খুশি না রে নাতি, গলা ছাইড়া গান গাতি।
আগে কি সুন্দর দিন কাটাইতাম……
হাতি ভেড়া ছাগলসহ পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, আপনিও।
এই নেন, দেখেন কেমন ফাল পারে
সোনালী দিন ছিল ফুটবলের, সত্যি মনে দারুণ ভাবে নাড়া দিয়ে যায়
স্মৃতিতে ভাস্বর হয়ে আছে
শুভকামনা ফুটবলের জন্য সেই সাথে আপনার প্রতিও
ছেলেবেলার সেই আবাহনী মোহামেডানের ফুটবল টিমের কথা মনে পড়ে গেল । সেই কি যে উম্মাদনা । খেলাও শেষ রেফারী জিতে যাওয়া দলের মধ্যে ঢুকে যেতো দৌড়ে । সে জানে তারে হারু দলের সমর্থকদের হাতে মার খেতে হবে । যদিও তার জন্য বিষয়টা কষ্টের তবে এই প্যানিক দেখতে আমাদের মজা লাগত ।
আমাদের যে দিন গেছে সে কি আসলেই গেছে ? ভাবলেই যেনো কেমন লাগে ।
শুভকামনা জানবেন ।
সত্যি চেয়ার ছোঁড়া ছুঁড়ি বাদ দিলে দারুন উত্তেজনা বিরাজ করত সমাথকদের মধ্যে।সত্যি কি যে উম্মাদনা! দারুন উপভোগ্য ছিল
না না মনে এখনো জ্বল জ্বলে…..
মনে হলো যেন এক ঝলক দেখে আসলাম
ধন্যবাদ স্মৃতির পাতা তুলে ধরার জন্য
ফিরে আসুক ফুটবলের সেই সব দিন
শুভকমনা ফুটবলের জন্য, আপনার প্রতিও