বৈশাখে শাখে শাখে
থোকা থোকা আম থাকে।
ডালে বসে ভালো আম কিছু খায় কাকে,
দুষ্টু ছেলেরা সুযোগ বুঝে ঢিল ছোড়ে ফাঁকে।
কাঁচা আম ভারি মজা যদি খাও ভর্তা,
কাসুন্দি মোরোব্বা বানাও বলে যান কর্তা।
আচারের সুগন্ধে বাড়ি ভরপুর,
বোয়মে রাখা আছে আমসত্ব আমচুর।
পাকা আম ভারি মজা বলে সকলে,
মজাদার ল্যাংড়া ফজলী বাংলাদেশেই ফলে।
বৈশাখে তাই রব নানা বাড়ি যাবো,
গাছে উঠে পেড়ে পেড়ে পাকা আম খাবো।
গ্রীষ্মর বন্ধ হলো সব স্কুলে,
মধুমাস উদযাপন করবো বলে।
4 thoughts on “মধুমাস”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
গ্রীষ্ম যেমন আনন্দের; তেমনই গরমের। নববর্ষের শুভেচ্ছা আপনাকে।
সালাম
শুভ নববর্ষ
চমৎকার ভাবনা



গাছে ঝুলে আম খাবার মজাই আলাদা।
তবে কি ছন্দ গুলো তেমন জমেনি, একটু সময় নিয়ে লিখলে আরো ভালো কিছু হতে পারতো।
শুভ কামনা
গাছে ঝুলে আম খাবার মজাই আলাদা

শুভ নববর্ষ