বর্ষা এলো ভরলো জলা।
উঠলো বেজে ব্যাঙের গলা।
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং।
শিকারী ছোটে নিতে ঠ্যাং।
ব্যাঙের ঠ্যাং বিদেশে যায়।
শিকারীরা ডলার পায়।
ব্যাং বাবাজী থাকলে পরে
কীটনাশক লাগে নারে।
কীট নাশকের নিমিত্তে।
মাছের বংশ বিলুপ্তে।
ছিল বাঙালী মাছে ভাতে।
এখন স্লোগান ডাল ভাতে।
10 thoughts on “বর্ষা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছিল বাঙালী মাছে ভাতে।
এখন স্লোগান ডাল ভাতে।
ঠিক বলেছেন কবি! শুভ কামনা বাঙালীদের জন্য।
সকাল সকাল বর্ষা ছড়া মনটাকেই ভালো করে দিলো। ঈদ মোবারক আপা।
সালাম ঈদ মুবারক
বর্ষার শুভেচ্ছা কবি । অভিনন্দন সুন্দর কবিতার জন্য !
শুভেচ্ছা নিন কবি
বাঙালি আছে বাঙালিতেই
থাকতেই হবে তা নাহলে নিরামিষ হয়ে যবেনা………….
ধন্যবাদ ঈদ মুবারক
দারুণ দারুণ
দারুণ ভাল লাগল
ধন্যবাদ শুভকামনা রইল