শরৎ

ডানপিটে এক দস্যি যেনো
ছুটছে আকাশ জুড়ে।
গুড়ুম গুড়ুম ঠুশ ঠাশ
বের হচ্ছে মেঘ ফুঁড়ে।

হঠাৎ হাসে হঠাৎ কাঁদে
নেকাবে মুখ ঢেকে।
সাদা সাদা ভেলা গুলো
ছুটায় এঁকে বেঁকে।

গোস্বাতে সে ফেটে পড়ে
বড় বড় ফোটায়।
কাশের বনে ঢিল মেরে
সাদা পালক ছড়ায়।

হম্বি তম্বি দেখায় কত
চলতে বর্ষাকে।
তর্জনে গর্জনে ব্যাস্ত রাখে
ফুঁসতে নদীকে।

অসার হয় রাগ অভিমান
বৃথাই সব হুঙ্কার।
কল কাকলিতে মুখোরিত বন
উঠছে সুরের ঝংকার।

বকেরা সব ডানা মেলে
ধুসর আকাশে।
ফড়িং এরা পাখা মেলে
ফুর ফুরে বাতাসে।

শারদীয় উৎসবে
মেতে উঠে সবাই।
উড়ে যাও পেঁজা তুলো
গুডবাই গুডবাই।

6 thoughts on “শরৎ

  1. শারদীয় উৎসবে মেতে উঠে সবাই।
    উড়ে যাও পেঁজা তুলো … গুডবাই গুডবাই।

    শুভ সকাল শ্রদ্ধেয় আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. হঠাৎ হাসে হঠাৎ কাঁদে
    নেকাবে মুখ ঢেকে।
    সাদা সাদা ভেলা গুলো
    ছুটায় এঁকে বেঁকে।

    আকাশ পানে তাকালে তো তা-ই দেখতে পাই। সাদা মেঘের ভেলা। আবার কালো মেঘের ছায়া। যেই ছায়ার কাছে সূর্যের প্রখর রোদও হারমানে। 

    পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।