আকাশের নীলিমায় নীল পরীতে।
সীমাহীন তাঁত বুনে রুপালী জরিতে।
অঙ্গ তার বুটিদার খচিত উল্কি।
বাহারি চাদর যেনো খচিত চুমকি।
চেয়ে থাকে বাতায়নে নির্ঘুম প্রহরে।
দিবানীশি খোঁজে ফেরে মনের মুকুরে।
ভাবনায় আনচান ঢাকে আঁধারে।
খুঁজে খুঁজে হয়রান স্বপ্নের বিভোরে।
দুঃখের ছায়া যেনো নেমে আসে মর্তে।
বুক বাঁধে ফের আবার আগমনি শর্তে।
হাসি হাসি মুখখানি স্বর্গের খনি।
নীল জলে ছায়া ফেলে যেনো নীল
মনি।
12 thoughts on “নীল পরী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতার উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম।
কবিকে অভিনন্দন জানাই। জয়গুরু!
ধন্যবাদ দাদা নীড়ে স্বাগত খরায় যেন শীতল বারী
শারদীয় শুভেচ্ছা
চেয়ে থাকে বাতায়নে নির্ঘুম প্রহরে …
দিবানীশি খোঁজে ফেরে মনের মুকুরে। নীল পরী।
ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা রইলো
খুউব সুন্দর লিখেছেন আপা। শুভেচ্ছা।
ধন্যবাদ আপুনি ভালো লাগা রইল
অভিনন্দন জানবেন আপা।
ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা রইলো
শুভেচ্ছা প্রিয় কবি বোন।
ধন্যবাদ দাদা শুভকামনা রইল
দারুণ কবি দিদি ভাই। প্রণাম।
ধন্যবাদ দিদি শুভকামনা রইল