আকাশ জুড়ে চলছে ছুটে শরত রং এর ভেলা।
মনের আকাশও সেজেছে আজ বসেছে খুশির মেলা।
নাইবা পেলাম দুরের আকাশ তারার হাতছানি।
পরম নির্ভরতায় তোমার আকাশে মেলব ডানাখানি।
গোলাপ সুবাসিত পাপড়ি রং এ সাজাব নীড় খানি।
কঙ্কটহীন ভালোবাসায় ভরবে ভূবন খানি।
12 thoughts on “শরৎ আকাশ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আকাশ জুড়ে চলছে ছুটে শরত রং এর ভেলা। অনেক ভালো থাকা চাই আপা।
সালাম আজাদ ভাই শিউলি র শুভেচ্ছা রইলো
অভিনন্দন শ্রদ্ধেয় আপা।
ধন্যবাদ ভাইয়া হারিয়ে ফেলেছিলাম মন্তব্য ফিরে পেয়ে ভালো লাগছে শুভকামনা সব সময়
জীবন হোক আনন্দের।
ধন্যবাদ দাদা সমতায় শুভকামনা
আকাশ জুড়ে চলছে ছুটে শরত রং এর ভেলা।
মনের আকাশও সেজেছে আজ বসেছে খুশির মেলা।
ধন্যবাদ সাজিয়া শুভকামনা অন্তহীন
পরম নির্ভরতায় তোমার আকাশে মেলব ডানাখানি। ইচ্ছে পূরণ হোক দিদি ভাই।
ধন্যবাদ তবে তাই হোক দিদি শুভকামনা নিরবধি
শুভ মহা নবমীর শুভেচ্ছা রইল।জয়গুরু। আন্তরিক অভিনন্দন। শারদ শুভেচ্ছা জানাই।