বিড়ম্বনা

আপিসের ক্লার্ক
জীবনটা ডার্ক,
অন্দরে ‍শোনা যায় শুধু হাঁক ডাক।
গিন্নীর ফরদ,
হাতে পেয়ে মরদ এর
তেঁতে উঠে টাক।
জামাইর বায়না,
‍মেয়ের গয়না,
নইলে বাজবেনা বিয়ের ঢাক।
সাধ্যে আমার কুলায় না,
কাজে মন বসে না,
আপিসের কাজ রইল পড়ে থাক।
কলমটা যেতে চায় যায় উড়ে যাক।

12 thoughts on “বিড়ম্বনা

    1. ধন্যবাদ ভাইয়া  ভালো লাগলো আমারও

      শুভেচ্ছা রইলো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ সাজিয়া মন্তব্যের জন্য ভালো লাগলো শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।