কবিতাঃ আকাশ কেনো রঙ ছড়ায় রাত্রি হবার আগে

জলের ছাইয়ে মেঘ কি হয় কালো?
সাগর নদি সব পুড়ে কেন মেঘে মেঘে উড়ে !
বিজলীরা কি জলের কষ্ট-আলো?
আকাশ ছেড়া সেই জলেতেই সূর্য কেন পুড়ে !

আমার কিছু কথা আছে আরো
আমার মনে অনেক প্রশ্ন জাগে;
বলতে পারো
আকাশ কেনো রঙ ছড়ায় রাত্রি হবার আগে?

16 thoughts on “কবিতাঃ আকাশ কেনো রঙ ছড়ায় রাত্রি হবার আগে

  1. সঠিক উত্তর জানা না থাকলেও কবিতায় ছন্দমিল বা অন্ত্যমিল ভালো লাগলো মি. মিড ডে। :)

    1. আপনার কমপ্লিমেন্টে আনন্দিত হলাম। অশেষ ধন্যবাদ মিঃ মুরুব্বী!

  2. বিজলী আসলেই জলের কষ্ট-আলো। রূপকার্থে অসাধারণ অনুভূতি।

  3. বিজলীরা কি জলের কষ্ট-আলো?
    আকাশ ছেড়া সেই জলেতেই সূর্য কেন পুড়ে !

     

    * চমৎকার ভাবকল্পনা। অসাধারণ লেগেছে আমার কাছে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার মন্তব্য আমাকে ভীষণ আনন্দিত করেছে।

      অশেষ ধন্যবাদ কবি!

মন্তব্য প্রধান বন্ধ আছে।