অণু: জ্যোৎস্না গেছে মেঘের বাড়ি

চোখের ভিতর জ্যোৎস্নাছায়ায়
এক ফোটা জল পড়লো যেই
দেখি জ্যোৎস্নাটা নেই !

জ্যোৎস্নাটা কই?
জ্যোৎস্না গেছে মেঘের বাড়ি আকাশ দূরে
মেঘছেড়া জল ফসকে গিয়ে সূর্য পুড়ে !

5 thoughts on “অণু: জ্যোৎস্না গেছে মেঘের বাড়ি

  1. জ্যোৎস্নার সোনালী উত্তরীয়

    গায়ে জড়িয়ে মেঘ আজ সোনালী সেজেছে

    তবুও কেন মেঘের অবয়ব অমলীন নয়

    এই প্রশ্ন উড়ে চলেছে মনের আকাশে

    শভকামনা

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।