তোমার তো মাইগ্রেনের সমস্যা
ধরো কোনদিন মাথা ব্যাথা করছে
প্রচন্ড বিরক্ত হচ্ছ। কিছুই ভালো লাগছে না
এমন সময় তোমাকে যদি বলি, ভালোবাসো?
তুমি কি বিরক্ত হবে? ধুর বলে দূরে সরিয়ে দেবে
নাকি আমার দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে বলবে
ভালোবাসি ভালোবাসি।
ধরো কোন দিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছো
কাঁধে দুটো ভারী ব্যাগ, বাসের অপেক্ষা করছো
সময় কম, দ্রুত যেতে হবে গন্তব্যে
বাস আসলো, দৌড়ে যাচ্ছ বাসে উঠতে।
পেছন থেকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, ভালোবাসো?
তুমি কি আমার প্রশ্ন শুনেও বাস ধরবে
নাকি অবাকদৃষ্টিতে আমার দিকে দেখে বলবে
ভালোবাসি ভালোবাসি।
প্রচন্ড গরমের সন্ধ্যা, কারেন্ট নেই
রান্নাঘরে রান্না করছো, ঘেমে সারা শরীর ভিজেছে
শ্বাস নিতেও তোমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সব ভেঙে ফেলি
এমন সময় আমি যদি পেছন থেকে তোমাকে জড়িয়ে ধরে বলি, ভালোবাসো?
তুমি কি থালা বাসন ছুড়ে ফেলা শুরু করবে
নাকি পেছন ঘুরে, আমার কাঁধে দুটো হাত রেখে বলবে
ভালোবাসি ভালোবাসি।
ধরো কোনদিন সব যোগাযোগ বন্ধ হয়ে গেল
ফোন মেসেজ দেখা কিছুই হচ্ছেনা
যেন অনেক দূরে চলে গিয়েছি দুজনে
আমি যদি মনে মনে তোমাকে জিজ্ঞেস করি, ভালোবাসো?
তুমি কি কিছুই শুনতে পাবেনা…
নাকি বহুদূর থেকেও স্পষ্ট শুনতে পাবে?
দূর থেকেও বলে উঠবে
ভালোবাসি ভালোবাসি।
[সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি কবিতার অনুকরণে]
দারুণ লেখা ,বেশ ভালো লাগলো । ভালো থাকুন।
পড়লাম। অসামান্য হয়েছে কবিতাটি। অভিনন্দন জীরো মহাশয়।
