তুমি আমি

অভিমান?
আমি কি বললাম?
খুব রাগ?
দেখো ফুলের বাগ।
টপিক পাল্টাচ্ছ?
দেখতে ভালো লাগছ।
মুখটা কেন ওমন?
বলো তুমি কেমন?
যেন বাংলার পাঁচ!
এটা প্রেমের আচঁ!
ছাড়ো এখন।
ধরলাম কখন?
উফফ বিরক্তি।
তুমিই আমার শক্তি!
এবার আসি।
রাত তো বাকি।
আসছে ঘুম।
জাগছে প্রেম।
বুকেই রাখো।
একটু দেখো।
শুনবো এবার।
কী বলবো আর!
ভালোবাসি।
খুউউব বেশি।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

2 thoughts on “তুমি আমি

  1. চমৎকার কবিতা এবং চমৎকার ইলাস্ট্রেশন। অভিনন্দন কবি মহাশয় মি. জীরো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifসুন্দর ও আবেগময় কবিতা । শুভ কামনা । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।