অভিমান?
আমি কি বললাম?
খুব রাগ?
দেখো ফুলের বাগ।
টপিক পাল্টাচ্ছ?
দেখতে ভালো লাগছ।
মুখটা কেন ওমন?
বলো তুমি কেমন?
যেন বাংলার পাঁচ!
এটা প্রেমের আচঁ!
ছাড়ো এখন।
ধরলাম কখন?
উফফ বিরক্তি।
তুমিই আমার শক্তি!
এবার আসি।
রাত তো বাকি।
আসছে ঘুম।
জাগছে প্রেম।
বুকেই রাখো।
একটু দেখো।
শুনবো এবার।
কী বলবো আর!
ভালোবাসি।
খুউউব বেশি।
2 thoughts on “তুমি আমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার কবিতা এবং চমৎকার ইলাস্ট্রেশন। অভিনন্দন কবি মহাশয় মি. জীরো।