শহুরে মধ্যরাত
শীতল হওয়া শরীর ছোয়াছুঁয়ি খেলছে
ব্যালকনির মেঝেতে দুকাপ চা, দুজন মানুষ।
ঝিঁঝিঁপোকারা যেন গাইছে রোম্যান্টিক গান
একজীবনে একটা এরকম মহূর্তই যথেষ্ট
শান্তির শেষ সীমানা যেন। সুখেরও।
তবুও, বুকটা ফাঁকা। মহাকাশের মতো শূন্য!
আমার চঞ্চল দৃষ্টি বোকার মতো কিছু খুঁজছে
এই মধ্যরাতে, এই গলিতে, তুমি?! অসম্ভব
পাগল মন মানছে না, আহাম্মক চোখ
অস্থিরভাবে এদিক ওদিক দেখছে। খুঁজছে।
শহুরে শান্ত রাত
ব্যালকনির মেঝেতে দুকাপ চা, ঠোঁটে চুমুক
সুখের মেলাতেও মন লাগছে না
সব থেকেও কিছুই যেন নেই
চাঁদের আলোর মতো।
অপরিসীম ভালো লাগলো।
সুন্দর কবিতা।
ভালো লাগলো।
কবিতাটি ভালো লাগলো শ্রদ্ধেয়।
শুভেচ্ছা জানবেন
তবুও, বুকটা ফাঁকা। মহাকাশের মতো শূন্য!
গভীর ভাবে কথাটা বলেছেন…….