চাঁদের আলো

শহুরে মধ্যরাত
শীতল হওয়া শরীর ছোয়াছুঁয়ি খেলছে
ব্যালকনির মেঝেতে দুকাপ চা, দুজন মানুষ।
ঝিঁঝিঁপোকারা যেন গাইছে রোম্যান্টিক গান
একজীবনে একটা এরকম মহূর্তই যথেষ্ট
শান্তির শেষ সীমানা যেন। সুখেরও।
তবুও, বুকটা ফাঁকা। মহাকাশের মতো শূন্য!
আমার চঞ্চল দৃষ্টি বোকার মতো কিছু খুঁজছে
এই মধ্যরাতে, এই গলিতে, তুমি?! অসম্ভব
পাগল মন মানছে না, আহাম্মক চোখ
অস্থিরভাবে এদিক ওদিক দেখছে। খুঁজছে।

শহুরে শান্ত রাত
ব্যালকনির মেঝেতে দুকাপ চা, ঠোঁটে চুমুক
সুখের মেলাতেও মন লাগছে না
সব থেকেও কিছুই যেন নেই
চাঁদের আলোর মতো।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

5 thoughts on “চাঁদের আলো

  1. কবিতাটি ভালো লাগলো শ্রদ্ধেয়। 

    শুভেচ্ছা জানবেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

  2. তবুও, বুকটা ফাঁকা। মহাকাশের মতো শূন্য!

    গভীর ভাবে কথাটা বলেছেন…….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।