একদিন দূর হবে বহু দূর
তুমি হবে কাছে
সমস্যা সব ছুটি নেবে
মনে বিশ্বাস আছে।
তুমি হবে সবথেকে প্রিয়
সবার থেকে আপন
হৃদয় জুড়ে তোমারই প্রেম
ঘুমে তোমার স্বপন।
ইচ্ছেরা থাকবে না বন্দি
মনের শাসন চলবে
খুশি মতো করবো সবই
যা খুশি মন চাইবে।
একদিন থাকবে না এই বাঁধা
আকাশ হবে পরিষ্কার
কবিতায় লুকিয়ে রাখার
হবে শেষ রবিবার।
শব্দরাও সব ছাড়া পাবে
বন্দিদশা থেকে
তোমার আমার প্রেমের কাব্য
মুক্তি পাবে শেষে।
সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
সুন্দর কবিতা।
বেশ ছন্দময় কবি দা