লুকাছুপি

একদিন দূর হবে বহু দূর
তুমি হবে কাছে
সমস্যা সব ছুটি নেবে
মনে বিশ্বাস আছে।

তুমি হবে সবথেকে প্রিয়
সবার থেকে আপন
হৃদয় জুড়ে তোমারই প্রেম
ঘুমে তোমার স্বপন।

ইচ্ছেরা থাকবে না বন্দি
মনের শাসন চলবে
খুশি মতো করবো সবই
যা খুশি মন চাইবে।

একদিন থাকবে না এই বাঁধা
আকাশ হবে পরিষ্কার
কবিতায় লুকিয়ে রাখার
হবে শেষ রবিবার।

শব্দরাও সব ছাড়া পাবে
বন্দিদশা থেকে
তোমার আমার প্রেমের কাব্য
মুক্তি পাবে শেষে।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

3 thoughts on “লুকাছুপি

  1.  সুন্দর  উপস্থাপন । ভালো লাগা অবিরাম । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।