শুধু অপেক্ষা

হৃদয়ে রক্তক্ষরণ হলে নাকি কবিতার জন্ম হয়
আমি সারারাত তোমায় ভেবে বালিশ ধরে কাঁদি
গাল বেয়ে ভালোবাসা গড়িয়ে পড়ে
বুক চেপে ধরে অজানা কোন ভয়ে
তবুও কবিতারা আসে না

নীড় ছেড়ে পাখিরা পরিযায়ী হয়ে উড়ে। নীল দিগন্তে
ছুটে চলে অজানা দেশে, অজানা পথে, বহুদূরে
বছর খানেক পর ফিরে আসে সবাই
পুরোনো নীড়ে আনন্দের ফোয়ারা হয়
কিন্তু কবিতারা আর আসে না

পথ ভুলে কোন পথে যায় ভুবঘুরে মন
গন্তব্য নেই শুধু চলতে থাকা, অজস্র বছর
তোমার কাছাকাছি যাওয়া হচ্ছে না শুধু
হাঁটছি তো অনেক, তুমি কই? কোথায় কোন খানে?
কবিতার মতো তুমিও কী আর আসবে না !

অপেক্ষা অপেক্ষা অপেক্ষা
শেষ শ্বাস পর্যন্ত
শুধু অপেক্ষা…

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

6 thoughts on “শুধু অপেক্ষা

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।

      শুভেচ্ছা অবিরত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অনেক ধন্যবাদ আপনাকে।

      ভালো থাকুন সবসময়।

      শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. ডিটেইলে মন্তব্য করতে আমি দিন দিন ভুলে যাচ্ছি মি. মহাশয়। তারপরও চেষ্টা করি অন্তত একটি লিখার চুম্বক বা ভালো লাগা অংশ বিশেষ আমার এই মন্তব্য ঘরে উল্লেখ থাক। :)

    অপেক্ষা অপেক্ষা অপেক্ষা
    শেষ শ্বাস পর্যন্ত
    শুধু অপেক্ষা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ মুরুব্বী ভাই।

      আপনার মন্তব্য সবসময় আমাদের উৎসাহ দেয়।

      অনেক শুভেচ্ছা ও ভালোবাসা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।