লিমেরিক

illustra

(১)
অবসরে পড়লে মনে, আমায় একবার ফোন দিও
আমায় যদি ভালো লাগে, ভালো লাগায় মন দিও

শীত ভোরের কুয়াশা
মনের সব স্বপ্ন-আশা

তোমায় পাওয়ার অংক কষি, মনের ভেতর ফন্দিও।

(২)
মিষ্টি হেসে আসলে কাছে, আমার প্রেমের শহরে
বিকালবেলায় সূয্যি ডোবে, তিন ঘণ্টার প্রহরে

বাড়তি যত বায়না
ভাঙা নতুন আয়না

বৃষ্টিও আজ নামছে দূরে, ঝমঝমিয়ে অঝোরে।

(৩)
পাহাড় থেকে নামছে দেখো, জলপরী এক ঝর্ণা
ভালোবাসার নদী হবে, মিটবে মনের তৃষ্ণা

সময় যাচ্ছে ফুরিয়ে
দেখছি মুখ ঘুরিয়ে

মনের ভেতর তোমার বাস, মনই তোমার আস্তানা।

(৪)
তুমি আমার কবিতার রসদ, আমার ভাবনার প্রাণ
তোমায় খুঁজি বাস্তবে, সপ্নেও পাই তোমার ঘ্রাণ।

আবার ওই চার দেয়ালে
লোকচক্ষুর অন্তরালে।

চার হাত এক হয়ে, করবো স্মৃতির পাহাড় নির্মাণ।

(৫)
আসলে আসুক বৃষ্টি, ভিজবো আমি অবেলায়
পুকুরে ঝাঁপ দেবো, ডুববো আবার এই খেলায়।

বৃষ্টির আদূরে ছোঁয়া
আনন্দে চার পোয়া।

তুমি শুধু কাছে ডাকো, প্রেমে পড়বো পুনরায়।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

2 thoughts on “লিমেরিক

  1. বৃষ্টির আদূরে ছোঁয়া
    আনন্দে চার পোয়া।

    তুমি শুধু কাছে ডাকো, প্রেমে পড়বো পুনরায়।

    ___ আমার কাছে অসাধারণ লাগলো লিখাটি কয়েকবার পড়তে গিয়ে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।